Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৪ জুন, ২০১৬ ২৩:৩৬
আমিরের কাণ্ড!
শোবিজ ডেস্ক
আমিরের কাণ্ড!

চরিত্রের জন্য আমির খান সবকিছু করতে পারেন— এটা খুবই পুরনো কথা। কিন্তু এ কথাটিই তিনি বারবার ফিরিয়ে আনেন।

অর্থাৎ আবার আমির কাণ্ড দেখা যাবে পর্দায়। বয়স্ক মহাবীর ফোগাট হিসেবে আমিরকে কেমন দেখাবে তা ৯০ কিলো ওজন বাড়িয়ে তিনি কয়েক মাস দেখিয়েছেন। এবার পেশিবহুল তরুণ মহাবীর রূপে তাকে পাওয়া গেল। তিনি নিজেই নতুন চেহারার একটি সাদাকালো ছবি সোমবার টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, বয়সটা অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তরুণ মহাবীর চরিত্রে অভিনয়ের দুই দিন বাকি। ’

৯০ কিলো থেকে ওজন কমাতে ছয় মাস লেগেছে আমিরের। ভোরে ঘুম থেকে ওঠা, ব্যায়াম, নিয়ম মেনে খাওয়া, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতরানো, পাহাড়ে হাঁটার মতো অনেক পরিশ্রমের ফলেই তরুণ হতে পেরেছেন তিনি। সব মিলিয়ে প্রায় ২৫ কিলোরও বেশি ওজন কমাতে হয়েছে তাকে।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

up-arrow