Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ জুন, ২০১৬ ২৩:৫৬
স্টার সিনেপ্লেক্সে দুই ছবি
শোবিজ প্রতিবেদক

একসঙ্গে দুটি হলিউড ব্লকবাস্টার ছবি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।

‘দ্য কনজুরিং’-এর কাঙ্ক্ষিত সিক্যুয়াল ‘দ্য কনজুরিং ২’ এবং ‘ওয়ারক্রাফট’ নামের ছবি দুটি এই মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ১৭ জুন। গত ১০ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ছবিগুলো। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘দ্য কনজুরিং ২’ এবং নতুন যুদ্ধকৌশলের ছবি ‘ওয়ারক্রাফট’ মুক্তির পর থেকে দর্শকমহলে বিপুলভাবে সমাদৃত হয়। যার প্রভাব মিলেছে বক্সঅফিস রিপোর্টেও। ৪০ মিলিয়ন ডলার বাজেটের ‘দ্য কনজুরিং ২’ এরই মধ্যে আয় করেছে প্রায় ৯২ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ১৬০ মিলিয়ন ডলারের ছবি ‘ওয়ারক্রাফট’ এ যাবৎ ঘরে তুলেছে ৩০৪ মিলিয়ন ডলার।

এই পাতার আরো খবর
up-arrow