Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ জুন, ২০১৬ ২৩:৫৬
বাস্তব থেকে পর্দায় চাচা-ভাতিজা
শোবিজ ডেস্ক

বলিউডের চাচা ভাতিজা এবার বড় পর্দায়ও একই চরিত্রে আসছেন। অভিনেতা অনিল কাপুরের বড় ভাই বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

প্রথমবার তারা পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন, আনিস বাজমি পরিচালিত ‘মুবারক’ ছবিতে চাচা-ভাতিজার চরিত্রেই দেখা যাবে তাদের।

প্রযোজক ‘দ্য শৌখিনস’খ্যাত প্রযোজক মুরাদ খেতানি ও পরিচালক মনে করছেন, চাচা-ভাতিজার রসায়ন দর্শকদের কাছে উপভোগ্য হবে। ব্যক্তিজীবনে তাদের পারস্পরিক আস্থা লক্ষণীয়।

এখন চিত্রনাট্য ঘষামাজার পাশাপাশি ছবিটির অন্য অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। এটি হবে পারিবারিক বিনোদনমূলক ছবি।

এতে কমেডি, নাটকীয়তা, প্রেম- সবই থাকছে।

এই পাতার আরো খবর
up-arrow