Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুন, ২০১৬ ২৩:৫৬
জুতা ডিজাইনার বিপাশা
শোবিজ ডেস্ক

বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবার জুতা ডিজাইনার হলেন। একথা টুইটারে ভাগাভাগি করেছেন তিনি। তার ভাষ্য, ‘সোনালি, রুপালি ও সুবর্ণ গোলাপ রঙের শক্ত জুতার স্টাইল করেছি। এগুলো পায়ে রেখে প্রতিদিন হতে পারে ফুরফুরে উজ্জ্বল! এগুলো পাবেন দ্য লেবেল লাইফ ডটকমে।’

এসব কথার সঙ্গে সোনালি স্নিকার জুতার একটি ছবি পোস্ট করেছেন বিপাশা। একই ব্র্যান্ডের জন্য বেল্ট আর ব্যাগও ডিজাইন করেছেন তিনি। তার ভাষ্য, ‘জাপানি ফ্যাশন ধার করে সাজানো এই বেল্টের ট্রেন্ড চলছে এখন।’

ব্যাগটি প্রসঙ্গে বাঙালি সুন্দরী বিপাশা বলেন, ‘আমি যখন পরিবারের সঙ্গে নৈশভোজের জন্য যাই তখন আমার প্রয়োজনীয় সব জিনিস এই ব্যাগের মধ্যে নেই। সেই সঙ্গে আরও থাকে আমার ফেস ওয়াইপস, লিপ বাম এবং ছোট সুগন্ধি।’

বিপাশাকে সবশেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘অ্যালোন’ ছবিতে। এতে তার সহশিল্পী ছিলেন করণ সিং গ্রোভার। তাকেই সম্প্রতি বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

এই পাতার আরো খবর
up-arrow