Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ জুন, ২০১৬ ২৩:৫১
হলিউডে রাধিকা
শোবিজ ডেস্ক
হলিউডে রাধিকা

‘দ্য মামি’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন হলিউড অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। এবার তিনি এসেছেন ভারতে। মুম্বাইতে ‘দ্য ফিল্ড’ ছবির কিছু দৃশ্য ধারণ করার পর শিগগিরই দিল্লিতে যাবেন ৪৭ বছর বয়সী এ অভিনেতা। সেখানেও চলবে শুটিং। আর এতে তার সঙ্গে অভিনয় করছেন রাধিকা আপ্তেসহ বেশ কয়েকজন ভারতীয় তারকা।

খবরটি নিশ্চিত করেছেন ভারতীয় অভিনেতা রনিত রায়। ফ্রেজারের সঙ্গে একই পর্দায় অভিনয় করছেন তিনিও। তাছাড়া প্রথম কোনো হলিউডের ছবিতে অভিনয়। সে কারণে বোধহয় রনিতেরও উচ্ছ্বাসের কমতি নেই। রনিত বলেন, ‘১৭ জুন থেকে আমি ফ্রেজারের সঙ্গে শুটিং করতে যাচ্ছি। ছবিটির পাণ্ডুলিপি খুব চমৎকার। আর আমার চরিত্রটিও বেশ জটিল। ছবির কিছু দৃশ্য ধারণ করা হবে দিল্লিতে আবার কিছু মুম্বাইতে। তবে দিল্লিকেই প্রাধান্য দেওয়া হবে। ’

ছবিটিতে আরও অভিনয় করছেন, নীরাজ কবি ও প্রেম চোপড়া।

ভারতীয় একটি মাফিয়া পরিবারকে কেন্দ্র করে ‘দ্য ফিল্ড’ ছবির কাহিনী গড়ে উঠেছে।

এই পাতার আরো খবর
up-arrow