Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১৮ জুন, ২০১৬ ২২:৩৮
নতুন ছবিতে মম
শোবিজ প্রতিবেদক
নতুন ছবিতে মম

‘ছুঁয়ে দিলে মন’-এর সাফল্যের পর জাকিয়া বারী মম বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু ‘ধীরে চলো’ নীতিতে আছেন। যাই হোক, সম্প্রতি তিনি তানিম রহমান অংশুর একটি ছবিতে নাম লিখিয়েছেন। আর এবার চুক্তিবদ্ধ হলেন রফিক শিকদারের একটি ছবিতে। শিরোনাম ‘আমি শুধু তোর হবো’। এ ছবিতে মম জুটি বাঁধবেন নিরবের সঙ্গে। আগামী আগস্ট থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিটির গানের কাজ করবেন আরেফিন রুমি, বেলাল খানসহ আরও অনেকেই।

নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘গল্পটি শুনেই আমি অভিনয়ে রাজি হয়েছি। বিরতির আগে এবং পরে গল্পে বেশ ভালো টার্নিং রয়েছে। আমার চরিত্রের নাম নীলিমা। আপাতত আর কিছু বলতে চাই না।’

নিরবের সঙ্গে জুটি প্রসঙ্গে বলেন, ‘এটি নিরবের সঙ্গে আমার প্রথম ছবি। আমার মনে হয় দর্শকরা আমাদের জুটি পছন্দ করবেন।’
up-arrow