Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১৮ জুন, ২০১৬ ২২:৪০
মিউজিক ভিডিওতে ওমর সানী
শোবিজ প্রতিবেদক
মিউজিক ভিডিওতে ওমর সানী
মিউজিক ভিডিওতে ওমর সানি ও শিশুশিল্পী মম

আজ ‘বাবা দিবস’। এ উপলক্ষে প্রকাশিত হচ্ছে শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানের ভিডিও। ভিডিওটিতে মডেল হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ওমর সানীকে। এবারই প্রথম তিনি মিউজিক ভিডিওতে অভিনয় করলেন। আর ওমর সানীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শিল্পী মম নিজেই। মনিরুজ্জামান মনিরের কথায় ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। থ্রি-ডি প্রোডাকশনের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মো. আতিকুর রহমান।

ওমর সানী বলেন, “মম শিশুশিল্পী হলেও তার গায়কীর মধ্যে ভিন্নতা আছে, যা শ্রোতাদের আকৃষ্ট করবে। আর ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানের ভিডিওটির কাহিনী বেশ আবেগঘন, যা দর্শকদের চোখে পানি আসতে বাধ্য করবে। কিছুটা ফিল্মিক হওয়ায় ভিডিওটির শেষ দৃশ্য পর্যন্ত উপভোগ্য। আমার বিশ্বাস দর্শকরা এটি পছন্দ করবেন।”

শিশুশিল্পী মম বলে, ‘যেসব ছেলেমেয়ের বাবা নেই বা ছোটবেলাতেই তাদের বাবাকে হারিয়েছে, তাদেরকে উৎসর্গ করেই আমার এই গানটি। গানে দেখা যাবে বাবার স্বপ্ন পূরণ করতেই আমি সংগীতশিল্পী হয়েছি। অথচ একটি সড়ক দুর্ঘটনায় বাবা নিজেই আমার জীবন থেকে হারিয়ে যান।’




up-arrow