সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

১২ শিল্পীর কণ্ঠে ঈদের গান

শোবিজ প্রতিবেদক

১২ শিল্পীর কণ্ঠে ঈদের গান

ঈদুল ফিতর নিয়ে কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ কালজয়ী গানটি (গজল) অন্যতম। এ গানটিতে বহু শিল্পী কণ্ঠ দিয়েছেন। সমবেত কণ্ঠেও অসংখ্যবার এই গানটি সরকারি-বেসরকারি বিভিন্ন টিভি চ্যানেলে গাওয়া হয়েছে। কিন্তু একসঙ্গে ১২ জন জনপ্রিয় শিল্পীর কণ্ঠ ব্যবহারের ঘটনা এবার রোজার ঈদেই প্রথম। এই কাজটি করেছেন বিশিষ্ট সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানটি ঈদে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির থিম সং হিসেবে ব্যবহার হবে। গানটির সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।

শনিবার রাতে গানটি শওকত আলী ইমনের স্টুডিওতে রেকর্ড করা হয়। এতে কণ্ঠ দেন এস আই টুটুল, শওকত আলী ইমন, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নি, কণা, কোনাল, কর্ণিয়া, সালমা, ইমরান, রাজিব, সাব্বির ও রাফাত। শওকত আলী ইমন বলেন, চেষ্টা করেছি নিজের সেরা কাজটি করার। গানটিতে কণ্ঠ দেওয়া সব শিল্পীই সংগীতায়োজনের দারুণ প্রশংসা করেছেন। আশা করছি আমার সংগীতায়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত এই ইসলামী গানটি সবার ঈদ আনন্দে দ্বিগুণ মাত্রা যোগ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর