Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুন, ২০১৬ ০০:৩০
ঈদে বহুরূপী টুটুল চৌধুরী
শোবিজ প্রতিবেদক
ঈদে বহুরূপী টুটুল চৌধুরী

ঈদ সামনে রেখে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন অভিনেতা টুটুল চৌধুরী। তার মধ্যে অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় মেগা সিরিয়াল ‘ভাইরাস’। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। নাটকটি এশিয়ান টিভিতে প্রতি রবি থেকে বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে। এ ছাড়া ঈদের জন্য আরও বেশ কিছু একক নাটক, টেলিফিল্ম  এবং স্বল্প দৈর্ঘ্য ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এ ছাড়াও বাংলাদেশ টেলিভিশনের  সাপ্তাহিক নাটকগুলোতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে টুটুল বলেন, ‘এবারের ঈদে আমি বেশ কিছু ভালো নাটক নিয়ে দর্শকদের সামনে আসছি। আশা করছি ভালো লাগবে।

এই পাতার আরো খবর
up-arrow