Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ জুন, ২০১৬ ২৩:৪৮
এক ছবিতে জাহিদ-তিশা-মোশাররফ
শোবিজ প্রতিবেদক
এক ছবিতে জাহিদ-তিশা-মোশাররফ

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের নতুন ছবিতে অভিনয় করবেন দর্শকনন্দিত তিন অভিনয়শিল্পী। ছবির নাম হালদা। অভিনয়শিল্পীরা হলেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা এবং মোশাররফ করিম।  তৌকীর আহমেদ জানান, গল্পের প্রয়োজনেই এই তিন অভিনয়শিল্পীকে নির্বাচন করেছি। ছবির গল্প তাদের কাছে ভালো লেগেছে, আশা করছি তারাও গল্পের সঙ্গে নিজেদের অভিনয় দক্ষতা যুক্ত  করে ভালো কিছু দিবেন। আগামী ৭ আগস্ট থেকে টানা ২৫ দিন হালদা নদী ও এর আশপাশের এলাকায় ছবির চিত্রধারণের কাজ চলবে বলে জানা গেছে। হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিদ্ধ ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলটা নিয়ে হালদা ছবির কাহিনী গড়ে উঠেছে।

এই পাতার আরো খবর
up-arrow