Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ জুন, ২০১৬ ২৩:৩৬
ভাবনার সঙ্গে...
শোবিজ প্রতিবেদক
ভাবনার সঙ্গে...
বনজ বন জ্যোত্স্না’ নাটকের একটি দৃশ্যে ভাবনা-অনিমেষ আইচ

নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে ভাবনার ‘প্রেমের সম্পর্ক’ আছে বলে মিডিয়ায় আলোচনা হয়। সেটি অন্য বিষয়। এবার অনিমেষ আইচ পরিচালনার পাশাপাশি ঈদের একটি নাটকে অভিনয় করছেন তিনি।  আজাদ কালামের পরিচালনায় একটি একক নাটকে তার সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন ভাবনা।

নাটকটির শিরোনাম ‘বনজ বন জ্যোত্স্না’। নাটকটিতে বান্দরবানের বেশ কিছু উপজাতি অভিনয় করেছে। এ নাটকে অনিমেষ আইচকে দেখা যাবে একজন সন্ত্রাসীর চরিত্রে। গল্পে দেখা যাবে, ঢাকা থেকে পালিয়ে আসা এক সন্ত্রাসী আশ্রয় নেয় এক উপজাতির বাসায়। সেই বাসায় এক মেয়ে আছে। তার সঙ্গে প্রেম শুরু হয় সন্ত্রাসীর। একটা সময় এই সন্ত্রাসীর খবর ছড়িয়ে পরে চারিদিকে। এক ঘণ্টার এ নাটকটি প্রচার হবে আরটিভিতে চাঁদরাত ৮টা ৪৫ মিনিটে।

এই পাতার আরো খবর
up-arrow