Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২২ জুন, ২০১৬ ২৩:৩৭
জোডি ফস্টারের সঙ্গে প্রিয়াঙ্কা
শোবিজ ডেস্ক
জোডি ফস্টারের সঙ্গে প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া অনেকের তারকা। তারও কিন্তু তারকা আছেন।

মার্কিন অভিনেত্রী-নির্মাতা জোডি ফস্টার তাদেরই একজন। তার সঙ্গে নিউইয়র্কে দেখা হয়ে গেল ৩৩ বছর বয়সী এই তারকার। তাকে পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করলেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রিয়াংকা লিখেছেন, ‘আমার প্রিয় তারকাদের মধ্যে একজনের সঙ্গে দেখা হলো শুটিংয়ের ফাঁকে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ জোডি ফস্টার। তিনি আমার তারুণ্যের তারকা। ’ ‘কুয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের প্রচারণামূলক ভিডিওর শুটিং করতে একদিনের জন্য নিউইয়র্কে ছিলেন প্রিয়াংকা। গত বছর আমেরিকান এই সিরিজের মাধ্যমে টেলিভিশন অভিনয়ে যুক্ত হন। গত মাসে প্রচারিত হয় এর প্রথম মৌসুমের শেষ পর্ব। শিগগিরই দ্বিতীয় মৌসুমের কাজ শুরু করবেন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow