Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:৩৮
আবদুল হাদীকে নিয়ে গান
শোবিজ প্রতিবেদক
আবদুল হাদীকে নিয়ে গান
ছবিতে সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা নবী, ধ্রুব গুহ, চম্পা বণিক, মুহিন ও সাবরিন

সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আবদুল হাদী তার সংগীত জীবনের ৫৬তম বছর পার করছেন। পাশাপাশি আসছে ১ জুলাই তিনি ৭৫ বছরে পা রাখছেন। ৫৬ বছরের সংগীত জীবনকে শ্রদ্ধা জানিয়ে এবং ৭৫তম জন্মদিন উপলক্ষে পাঁচ শিল্পী একটি গান করেছেন সৈয়দ আবদুল হাদীকে নিয়ে। গানটির কথা লিখেছেন ওমর ফারুক। সুর সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।

গত ২২ জুন গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়। ‘তুমি ছুঁয়েছো নীলিমার সব নীল, গানের আকাশে হয়েছো শঙ্খচিল, কেউ ছুঁতে পারেনি তোমায় কখনো, শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, ধ্রুব গুহ, চম্পা বণিক, মুহিন ও সাবরিন। গানটির রেকর্ডিংয়ের সময় সৈয়দ আবদুল হাদী নিজে উপস্থিত ছিলেন। আবদুল হাদী বলেন, ‘সত্যিই এ এক অন্যরকম অনুভূতি। যার উদ্যোগে কাজটি হচ্ছে সে আমার ভাই অভি। সবাই আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে তাতে সত্যিই আমি আবেগাপ্লুত। তাদের প্রতি কী করে আমার ভালোবাসা জানাব আমার জানা নেই।’

এই পাতার আরো খবর
up-arrow