Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:৩৯
১৫ বছর পর অনিল কাপুর
শোবিজ ডেস্ক

টিভি সাংবাদিক থেকে একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী! তারপর ওই একদিনেই জনগণের মন জয় করে ফেলেন শিবাজি রাও। ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর অভিনীত ‘নায়ক : দ্য রিয়েল হিরো’ ছবিটি। এত বছর পর আসছে এর সিক্যুয়েল।

মঙ্গলবার ছবিটির সিক্যুয়েল নির্মাণের কথা জানা গেছে। নতুন কিস্তির চিত্রনাট্য লিখেছেন ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘বাহুবলি’র চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। মূল চরিত্র শিবাজির সঙ্গে যুক্ত হচ্ছে আরও নতুন নতুন চরিত্র। এবারও শিবাজি রাও চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর।

শুরুতে তামিল ছবি ‘মুধালভান’-এর হিন্দি সংস্করণ হিসেবে নির্মিত হয় ‘নায়ক : দ্য রিয়েল হিরো’ ছবিটি। পরিচালক ওই এস শংকর। নতুন কিস্তির পরিচালক কে হবেন, তা এখনো জানানো হয়নি।

এই পাতার আরো খবর
up-arrow