Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ জুন, ২০১৬ ০০:২২
কাজী শুভ ও সাবার ‘ভালোবাসার রোদ’
শোবিজ প্রতিবেদক

এই সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কাজী শুভ ও সাবরিনা হক সাবার নতুন দ্বৈত গান প্রকাশ পেতে যাচ্ছে ঈদে। গানের নাম ‘ভালোবাসার রোদ’। জে কে মজলিশের সুর ও সংগীতে এই গানটি লিখেছেন অনুরূপ আইচ।  এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, ভালোবাসার রোদ গানটি খুবই সুন্দর হয়েছে। গানের কথা, সুর ও সংগীতের অপূর্ব সমন্বয় ঘটেছে এ গানে। গানটি একবার কেউ শুনলে অবশ্যই মনে ধরবে শ্রোতাদের। জি সিরিজ থেকে ঈদের স্পেশাল অ্যালবাম ‘অনুরূপ আইচ এর গান’-এ ঠাই পাচ্ছে ‘ভালোবাসার রোদ’ গানটি। সাবা বলেন, এই প্রথম আমি অনুরূপ আইচের লেখা গান গেয়েছি, তাই খুব ভালো লাগছে আমার।’

এই পাতার আরো খবর
up-arrow