সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ফের ঢাকায় বাপ্পী লাহিড়ী

শোবিজ প্রতিবেদক

ফের ঢাকায় বাপ্পী লাহিড়ী

প্রায় দীর্ঘ দেড় যুগ পর আবার ঢাকার ছবিতে গাইবেন ও সংগীত পরিচালনা করবেন ‘উ লা লা উ লা লা’ খ্যাত সংগীতকার ভারতের শিল্পী বাপ্পী লাহিড়ী।

আজাদ খান পরিচালিত রিমেক ছবি ‘দোস্ত দুশমন’ এ শোনা যাবে তার গান। এরই মধ্যে সুদীপ কুমার দীপের লেখা ‘মেনেছি এই, ঠিকানা নেই, ছুটেছে স্বপ্নরা তোর খেয়ালে’ নামের একটি গানের সংগীতায়োজন শুরু করেছেন। আজাদ বলেন, ‘ছবির প্রয়োজনেই আমি বাপ্পী দাদাকে পছন্দ করেছি। যেহেতু সত্তরের দশকের গল্প নিয়ে ছবিটি রিমেক হচ্ছে তাই চেয়েছিলাম ওই সময়ের কোনো সংগীত পরিচালক কাজ করুক। বাপ্পী দা লন্ডনে এলে আমি প্রস্তাব দিই। তিনিও সানন্দে রাজি হয়েছেন। আশা করি ভালো কিছু হবে।’ ছবিতে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করবেন জয় চৌধুরী ও বিজয় খান। বাপ্পী লাহিড়ী ছাড়াও ছবির সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ। সব গান লিখছেন সুদীপ কুমার দীপ। ‘বন্ধু আমার’, ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’সহ বেশ কিছু বাংলাদেশি ছবির সংগীত পরিচালনা করেন বলিউডের সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী। ‘একটাই কথা আছে বাংলাতে’, ‘বাতাসটা এসে কি বলে গেল’ কিংবা ‘এ জীবন কেন এতো রং বদলায়’-এর মতো অনেক জনপ্রিয় গান আছে তার পরিচালনায়। সত্তুরের দশকে দেওয়ান নজরুল নির্মাণ করেন প্রথম ‘দোস্ত দুশমন’। এটি বলিউডের ‘শোলে’ ছবির রিমেক ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর