সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

কাজী হায়াৎ-এর নতুন উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

কাজী হায়াৎ-এর নতুন উদ্যোগ

চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নেওয়া ও আগামী চলচ্চিত্র নির্মাণে নতুন উদ্যোগ নিয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াৎ। তিনি বলেন, সংঘবিধি অনুযায়ী খসরু-শামসুল আলম ও আজিজ- লিটন প্যানেল থেকে বেশ কজন বাদ পড়তে পারেন। অনেকের চিন্তা ছিল বাদ পড়ার পর নতুনভাবে একটি প্যানেল গঠন করা হবে। এতে কাজী হায়াৎ সভাপতি হবেন। আরশাদ আদনান আগ বাড়িয়ে আমাকে সভাপতি ও নিজেকে সাধারণ সম্পাদক করে প্যানেল গঠন করা হয়েছে বলে সংবাদ প্রচার করে। আমার কথা হলো প্রার্থী হতে আমি উদ্যোগী নই। যদি সবাই মনে করে চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমার প্রার্থী হওয়া দরকার তাহলে নির্বাচন করতে আমার কোনো আপত্তি থাকবে না। তবে স্পষ্টভাবে জানাতে চাই আমি কোনো দলাদলির মধ্যে নেই। কাজী হায়াৎ বলেন ঈদের পর এক এক করে তিনটি ছবি নির্মাণ শুরু করব। সিনেপ্লেক্সে প্রদর্শন ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিগুলো অংশ নেবে। ছবিগুলোর শিরোনাম হচ্ছে- ঘুম, একটি ভ্রুণের আত্মকথা এবং হোসনা বানুর জবানবন্দি। তিনটি ছবির কাহিনীকার আমি নিজেই। এগুলোতে গান ও নামি শিল্পী থাকবে না। একবারেই ভিন্ন আঙ্গিকে নির্মাণ করব ছবিগুলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর