Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ জুন, ২০১৬ ২৩:২৬
ধ্রুবর কালারফুল ছয় গান
শোবিজ প্রতিবেদক
ধ্রুবর কালারফুল ছয় গান

২০১৪ সালের শেষের দিকে প্রকাশিত হয় ধ্রুব গুহের প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’। এই অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন তিনি। এর মধ্যে অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘শুধু তোমার জন্য’ গত বছরের শুরুতে এবং অন্যটি ‘যে পাখি ঘর বোঝে না’ গত বছরের মাঝামাঝিতে ইউটিউবে প্রকাশ করেন এই শিল্পী। এরপর শুরু হয় ইউটিউব ঝড়। তুমূল দর্শকপ্রিয়তা পায় গান দুটি। বছর না পেরুতেই গান দুটি এক কোটিরও বেশি দর্শক-শ্রোতার নজর কাড়তে সক্ষম হয়। এবার ওই অ্যালবামেরই বাকি ছয়টি গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী। উদ্যোগটি বাংলাদেশের মিউজিকের ইতিহাসে এটাই প্রথম। শিল্পী ধ্রুব গুহ প্রথমবারের মতো ছয়টি গান ছয়টি রঙের ভিডিওতে সাজালেন। তবে কোনো মিউজিক ভিডিও নয়। ছয়টি গানে থাকবে ছয়টি রং। লাল, নীল, বেগুনি, হলুদ, কমলা আর সবুজ— এই ছয়টি রঙের মিশেলে তৈরি হবে ছয়টি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল প্রেজেন্টেশন। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে একসঙ্গেই এই ছয়টি গানের রিলিজ হয়েছে। আর দর্শক সাড়াও আশানুরূপ।

এই পাতার আরো খবর
up-arrow