Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

প্রকাশ : সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৬ জুন, ২০১৬ ২৩:২৭
আবারও আইয়ুব বাচ্চুর ‘মেয়ে’
শোবিজ প্রতিবেদক
আবারও আইয়ুব বাচ্চুর ‘মেয়ে’

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘মেয়ে’ গানটি শুনেননি এমন খুব কম মানুষই আছে। দুই দশক পর গানটি নতুন আঙ্গিকে সাজালেন আইয়ুব বাচ্চু। রিমেকে গায়কী ও সংগীতায়োজনে নতুনত্ব এনেছেন তিনি। ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর জন্যই তার এই পরিবর্তন।

উপস্থাপক আনজাম মাসুদ বললেন, “বাচ্চু ভাই আমাদের সঙ্গে আলোচনা করেই গানটি রিমেক করেছেন। অনুষ্ঠানের নাম ‘পরিবর্তন’ বলেই তিনি গায়কী ও সংগীতে বদল এনে এটি উপস্থাপন করেছেন।” ‘মেয়ে’ গানটির সুরকার আর সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু। এর কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। বিটিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে ‘পরিবর্তন’।
up-arrow