মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

কৃষকের ঈদ আনন্দ এবার সন্দ্বীপে

শোবিজ প্রতিবেদক

কৃষকের ঈদ আনন্দ এবার সন্দ্বীপে

শাইখ সিরাজ

প্রতিবারের মতো এবারও চ্যানেল আই আয়োজন করছে জনপ্রিয় ঈদ আয়োজন কৃষকের ‘ঈদ আনন্দ’। আর এবারের পর্বটি ধারণ করা হয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে। বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় বাউরিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষকের নানারকম খেলাধুলা। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রতিবারের মতো এবারও কৃষকের ঈদ আনন্দে যুক্ত করেছেন নতুন নতুন বিষয়। ঘটনা পরম্পরায় প্রামাণ্য চিত্র নির্মাণের জন্য ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের সন্দ্বীপ প্রবাসী অধ্যুষিত ব্রুকলিন ও যুক্তরাজ্যের শর্পশায়ারের কিনলেটের এক দুর্গম চার্চে। যেখানে রয়েছে লর্ড ক্লাইভের সমাধি। কৃষকের ঈদ আনন্দের একেকটি ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে মালা গেঁথেছেন অজানা অদেখা অনেক বিষয়ের। যা বিষয়বৈচিত্র্যে হয়ে উঠেছে অনন্য এক আয়োজন।  এই প্রসঙ্গে শাইখ সিরাজ বললেন, ‘ঈদ মানে আনন্দ। আর এই আনন্দের মাত্রাটা সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতি ঈদে চেষ্টা করি কৃষকদের নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করতে। আমরা সব সময় নিজেদের আনন্দ ও প্রাপ্তির চেয়ে কৃষকদের কীভাবে আনন্দ দেওয়া যায়, তা আমার ভাবনায় বেশি কাজ করে। সত্তর-আশির দশকে যখন বাংলাদেশ টেলিভিশনে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি করতাম, তখনই চিন্তা করতাম, কৃষকদের নিয়ে যদি আরও বেশি কিছু করতে পারতাম, তাহলে আরও ভালো লাগত। পরে যখন নিজেদের টিভি চ্যানেল হলো, তখন থেকে নিজের মতো করে কাজটি করে যাচ্ছি।’ কৃষকদের হাসি-আনন্দ, জীবনের নানা গল্প যেমন উঠে আসে, ঠিক তেমনি কৃষকদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কাজটিও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে করছেন শাইখ সিরাজ। কৃষকের ঈদ আনন্দ এরই মধ্যে এক যুগ পেরিয়েছে। প্রাপ্তির কথা বলতে গিয়ে শাইখ সিরাজ বলেন, ‘এই অনুষ্ঠানটি নিয়ে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি। অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি। তাদের প্রাণখোলা হাসিতে আমি মুগ্ধ। আমার কাছে মনে হয়, এমন হাসি আমরা অনেকেই হাসতে পারি না। কৃষকের মুখে এমন হাসিই আমার প্রাপ্তি।’ ঈদের পরদিন বিকাল সাড়ে চারটায় চ্যানেল আইতে দেখানো হবে ‘কৃষকের ঈদ আনন্দ’।

সর্বশেষ খবর