Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ জুন, ২০১৬ ০০:২১
জীবন মাহমুদের ‘প্রেমের নদী’
শোবিজ প্রতিবেদক
জীবন মাহমুদের ‘প্রেমের নদী’

‘কাঁদে মন সোনাপাখি’ ও ‘বাজি’খ্যাত গানের গীতিকার জীবন মাহমুদের কথায় ঈদে আসছে ‘প্রেমের নদী’ শীর্ষক অ্যালবাম। সিডি চয়েজের ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটিতে গান গেয়েছেন আসিফ আকবর, বেলাল খান ও মোহনা। মুশফিক লিটু ও জে কের সংগীতে গানগুলোতে সুর করেছেন  নাজির মাহমুদ, বেলাল খান, দৌলত হাসান ও হোসনে আরা জলি। রোমান্টিক, সেড রোমান্টিক ও মডার্ন ফোক ধারার গানগুলোর শিরোনাম যথাক্রমে-‘বুকের মাঝে প্রেমের নদী’, ‘অভিমানের দীর্ঘশ্বাসে’, ‘জোয়ার এলে হাসে নদী’, ‘এখনো মনে মনে’, ‘সোনাপাখি-২’ এবং ‘লক্ষ টাকার মাটির দেহ’। এ অ্যালবাম সম্পর্কে জীবন মাহমুদ বলেন, ‘আশা নয়, বিশ্বাস করি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে’।

এই পাতার আরো খবর
up-arrow