মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

চন্দ্র রায়ের কণ্ঠে পদাবলি কীর্তন

শোবিজ প্রতিবেদক

বাঙালি সংস্কৃতির প্রাচীন গানের ধারা পদাবলি কীর্তন গাইলেন লোকগানের জনপ্রিয় শিল্পী কিরণ চন্দ্র রায়। গীতিকবি বিদ্যাপতি, গোবিন্দ দাস, দ্বিজ চণ্ডী দাস, জ্ঞান দাস, বলরাম দাস ও যদুর সেই গানগুলো নিয়ে প্রকাশিত হয়েছে নতুন অ্যালবাম ‘মেঘযামিনী’। অ্যালবামটির যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।

‘মেঘযামিনী’ অ্যালবামে রয়েছে ‘মাধব বহুত মিনতি করি’, ‘ঢলঢল কাঁচা অঙ্গের লাবণী’, ‘সই, কেবা শুনাইল শ্যাম নাম’, ‘রূপ লাগি আঁখি ঝুরে’, ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’, ‘গোঠে আমি যাব মা গো’সহ আরও বেশ কিছু গান। অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

সম্প্রতি তিনটি সৃজনশীল বাংলা গানের অডিও সিডি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বাকি অ্যালবাম দুটি হলো ‘কত মধু সমীরে’ এবং ‘আমার বেদনা লহ বুঝি’।

সর্বশেষ খবর