Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ জুন, ২০১৬ ০৩:৪৬
ঈদে জি-সিরিজের শতাধিক অ্যালবাম
শোবিজ প্রতিবেদক

আসছে ৩০ জুন জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিত হচ্ছে শতাধিক অ্যালবাম। নতুন ও পুরাতনদের নিয়ে এই অ্যালবামগুলোর মধ্যে আছে বেশকিছু একক, মিশ্র ও ব্যান্ড অ্যালবাম, বাংলা চলচ্চিত্রের গানের অডিও, নাটক, মিউজিক ভিডিও সিডি ও বাংলা চলচ্চিত্রের ভিডিও সিডি। অ্যালবামগুলো হলো— মিশ্র অ্যালবাম, দ্য হিট অ্যালবাম, ফাহমীদা নবীর একক সাদাকালো, এস আর সুমনের একক মনের ঘরে, মাজহারুল আলমের একক প্রবাসীর প্রিয়তমা, আরডি হিল্লোলের অ্যালবাম ‘তুমি হূদয় জুড়ে, সাজুর একক সাজু মেলা, কুমকুমের একক আমার আমি, অনুরূপ আইচের কথায় মিশ্র অ্যালবাম অনুরূপের গান, মিশ্র অ্যালবাম আর্তনাদ-২, ব্যান্ড মিক্স ব্লু প্রিন্ট, এফএ সুমনের বধূয়া, প্রেমের একক ছুটির দিনে, সন্দীপনের একক চিটাগংয়ের গান-১, হাসান সিদ্দিকির একক চোখের জল, হিমেল হাসানের চন্দ্র গ্রহণ, শাওন দাসের একক দীপ কোপালী, স্বপ্নীল সজীব ও তুলিকার অ্যালবাম ‘এপার ওপার’সহ আরও অনেক।

এই পাতার আরো খবর
up-arrow