Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ জুন, ২০১৬ ২২:২৩
পুরনো ফুটেজে ববিতা
শোবিজ প্রতিবেদক
পুরনো ফুটেজে ববিতা

ববিতার পুরনো ফুটেজ থাকছে নতুন ছবিতে। ছবির শিরোনাম ‘এতো প্রেম এতো মায়া’। সম্প্রতি খবর রটে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ অভিনেত্রী। নতুন করে অভিনয়ে আসার খবর সম্পর্কে তিনি বলেন, পুরনো ছবি এটি। নাম পাল্টেছে বোধহয়। আমার আর শাবনূরের কিছু অংশের শুটিং হয়েছিল ৩-৪ বছর আগে। ওইসব ফুটেজ নিয়েই হয়তো ছবিটি নির্মাণ হবে। নতুন করে শুটিং করার বিষয়ে  আমার সঙ্গে কারও কোনো কথা হয়নি। তাছাড়া আমি এখন চলচ্চিত্রে আগ্রহী নই। তিনি জানান, তার হাতে কেবল একটি ছবি আছে। সেটি মুক্তিযুদ্ধনির্ভর। ছবির শিরোনাম ‘মাটি’। এটি নির্মাণ করবেন আজিজুর রহমান। এর দৃশ্য ধারণ হওয়ার কথা কানাডায়। ‘এতো প্রেম এতো মায়া’য় নতুন করে অভিনয়ের ব্যাপারে কোনো আলোচনা হয়নি তার সঙ্গে। ববিতা আবারও জানান, এ সময়ের চলচ্চিত্র নিয়ে আশাবাদী নন তিনি। বিশেষ করে যৌথ প্রযোজনার ছবির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ‘অশনি সংকেত’ তারকা।

এই পাতার আরো খবর
up-arrow