Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৮ জুন, ২০১৬ ২২:২৪
শাহরুখের ২৪ দীক্ষা
শোবিজ ডেস্ক
শাহরুখের ২৪ দীক্ষা

বলিউড বাদশা শাহরুখ খান ২৫ জুন ২৪ বছর পূর্ণ করলেন বিনোদন অঙ্গনে। চলচ্চিত্র শিল্পে দুই যুগে ২৪ জন সুন্দরী কল্পিত নারীর কাছ থেকে জীবনের ২৪টি শিক্ষাদীক্ষা, উপদেশ ও পরামর্শ পেয়েছেন বলে জানালেন শাহরুখ।

এসব অভিজ্ঞতা টুইটারে ভাগাভাগি করেছেন বলিউড বাদশা। এগুলোর একটি তালিকা সোমবার (২৭ জুন) দিয়েছেন ৫০ বছর বয়সী এই তারকা।

টিনা থেকে লায়লা, সব কল্পিত নারীই শাহরুখের ভাবনায় সুন্দরী হয়ে ধরা দিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘২৪ বছর ধরে পাশে থাকা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। এই দীর্ঘ সময়ে ২৪ জন সুন্দরী কল্পিত নারীর কাছে অনেক কিছু শিখেছি। তালিকাটা দেখুন, অনুসরণ করুন। ’

শাহরুখ খানকে বলিউডে বলা হয় প্রেমের নায়ক। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দিলতো পাগল হ্যায়, দিলওয়ালেসহ অনেক রোমান্টিক ছবি এ নায়কের সাবলীল চরিত্র চিত্রণের কল্যাণে সফল হয়।

এই পাতার আরো খবর
up-arrow