Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৮ জুন, ২০১৬ ২২:২৫
অপির ‘কোথায় পাবি মন’
শোবিজ প্রতিবেদক
অপির ‘কোথায় পাবি মন’

ছোটপর্দার আলোচিত মুখ অপি করিম অভিনয়ের পাশাপাশি নেচেও সবার মন কেড়েছেন। ঈদে আরটিভির পর্দায় একক নৃত্য নিয়ে হাজির হচ্ছেন তিনি। নৃত্যানুষ্ঠানের নাম ‘কোথায় পাবি মন’ নিয়ে। নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। ‘কোথায় পাবি মন’ অনুষ্ঠানটিতে আধুনিক ও ফোক মিলিয়ে ৫টি গানে নেচেছেন অপি। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘কোথায় পাবি মন’ অনুষ্ঠানটি এবারের আরটিভির পর্দায় ঈদের তৃতীয় দিন বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে।
up-arrow