Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুন, ২০১৬ ২৩:৪৮
গান গাইলেন মম
শোবিজ প্রতিবেদক
গান গাইলেন মম

কণ্ঠশিল্পী হিসেবে নাম লেখালেন অভিনেত্রী মম। নাটকে নয়, বাস্তবেই। শিহাব শাহিন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ শিরোনামের একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি এই নাটকে অভিনয়ও করেছেন মম। তার সঙ্গে আছেন তাহসান। নাটকটি ঈদে এনটিভিতে প্রচার হবে। তবে মৌলিক কোনো গানে কণ্ঠ দেননি মম। গেয়েছেন সামিনা চৌধুরীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসতো’ শিরোনামের গানটি। গানটির নতুনভাবে সংগীতায়োজন করেছেন শান। শান বলেন, উনি শিক্ষিত গায়িকা। নতুন কুঁড়িতে ছিলেন গান ও নাচ দুই বিভাগেই। অনেক ভালো গেয়েছেন উনি গানটি। শ্রোতা-দর্শকরা তা শুনলেই বুঝতে পারবে।

এই পাতার আরো খবর
up-arrow