Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ জুলাই, ২০১৬ ০০:৪১
আবার বিয়ের পিঁড়িতে
শোবিজ ডেস্ক
আবার বিয়ের পিঁড়িতে
শ্রাবন্তী

ঈদে দুই বাংলায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। এতে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা যাবে তাকে। কদিন আগে এর ‘উঠ ছুড়ি তোর বিয়ে হবে’ শিরোনামের একটি গানের ভিডিও এসেছে ইউটিউবে। বাস্তবেও ঈদের পরপরই ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বিয়ের পথে একধাপ এগোবেন।

আগামী ৮ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রেমিক সুপারমডেল কৃষাণ ব্রজের সঙ্গে বাগদান করবেন শ্রাবন্তী। উপহার হিসেবে পরস্পরকে দেওয়ার জন্য উভয়ে হীরের আংটি কিনেছেন। বাগদান অনুষ্ঠানে ‘এগিয়ে দে’, ‘ও মাই লাভ’-এর মতো শ্রাবন্তী অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় গানের তালে তার সঙ্গে কৃষাণও নাচবেন।

৩৬তম বঙ্গ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শ্রাবন্তী। রওনা দেওয়ার আগে তিনি বলে গেছেন, ‘আমি আগামী ৬ জুলাই ফিরব। এর দুই দিন পর ৮ জুলাই আমার বাগদান হবে। তাই আমার পরিবার সব প্রস্তুতি নিচ্ছে।’

আংটি বদলের পর বেড়াতে ইউরোপ যাবেন শ্রাবন্তী ও কৃষাণ। তবে বাগদানের পরপরই তারা পা রাখবেন বৈষ্ণ দেবীতে। সেখানেই দুজনে একে অপরকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তারা সাতপাকে বাঁধা পড়বেন  আগামী বছর।

এই পাতার আরো খবর
up-arrow