রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চঞ্চল-ভাবনার ‘ওয়াও ফ্যান্টাসি’

শোবিজ প্রতিবেদক

চঞ্চল-ভাবনার ‘ওয়াও ফ্যান্টাসি’

‘ওয়াও ফ্যান্টাসি’ নাটকের একটি মুহূর্ত

মাসুদ সেজান বাংলাভিশনের জন্য নির্মাণ করলেন ঈদের বিশেষ ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ওয়াও ফ্যান্টাসি’। নাটকটি ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ভাবনা, মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, জুঁই, মুকুল সিরাজ, হায়দার মিথুন, সাজ্জাদ হুসাইন প্রমুখ।

‘ওয়াও ফ্যান্টাসি’র গল্প আবর্তিত হয়েছে শ্রেণিগত বৈষম্য এবং সাংস্কৃতিক পার্থক্যের দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত আমাদের সমাজ বাস্তবতার আলোকে। এখানে আশরাফুল [চঞ্চল চৌধুরী] গ্রামের এক সহজ সরল যুবক। সম্প্রতি ঢাকায় এসে দুই বন্ধুর সঙ্গে মেসে উঠেছে। কোনো চাকরি না পেয়ে আপাতত একটি টিউশনির উপরই তাকে নির্ভর করতে হচ্ছে। টিউশনি করতে গিয়ে তিথির [ভাবনা] সঙ্গে তার পরিচয় হয়। তিথি যেখানে ‘ওয়াও’, ‘অসাম’, ‘ঝাক্কাস’, ‘জটিল’, ‘লল’ কালচারে অভ্যস্ত, সারাদিন ফেসবুকিং করে। অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, কাজটি অনেক এনজয় করেছি, সেজান ভাইও অনেক যত্ন নিয়ে এটি নির্মাণ করেছেন।

নির্মাতা মাসুদ সেজান বলেন, আমি আমার প্রতিটি কাজেই একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি, এখানেও তা আছে।

সর্বশেষ খবর