Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

প্রকাশ : রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুলাই, ২০১৬ ০০:১৫
নববধূর সাজে আনুশকা শর্মা!
শোবিজ ডেস্ক

বহু প্রতিক্ষীত সলমান খান ও আনুশকা শর্মা অভিনীত সুলতান সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ৬ জুলাই। আর সেই ছবিতে নববধূর সাজে দেখা মিলবে আনুশকা শর্মার। আলি আব্বাস জাফর পরিচালিত এ ছবিটিতে আনুশকা আরফার ভূমিকায় অভিনয় করছেন। আর সেখানেই রয়েছে তার এ নববধূর সাজ। ইতিমধ্যেই ছবির অফিসিয়াল ট্রেলর মুক্তি পেয়েছে।

ছবিতে একজন কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর সেখানেই পাশাপাশি রয়েছে তার নববধূর সাজ। ছবিটিতে অভিনয় করে খুশি আনুশকা নিজেই। গোটা ছবিতে কার্যত দুরকম ভূমিকায় দেখা যাবে এ গ্ল্যামার গার্লকে।
up-arrow