Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

প্রকাশ : রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুলাই, ২০১৬ ০০:১৫
নার্গিসের সঙ্গী ‘কুকুর’
শোবিজ ডেস্ক

এ অভিনেত্রীর নাকি পুরুষ বা প্রেমিক কোনোটাই চাই না, চাই একটা কুকুর। এমনটাই টুইট করে জানালেন অভিনেত্রী নার্গিস ফাকির। হঠাৎ এমনভাবে পুরুষের সঙ্গে কুকুরের তুলনা করলেন তিনি? পুরুষ নিয়ে এত ক্ষোভ কেন তার? এ নিয়েই এখন বি টাউনে শুরু হয়েছে জোর জল্পনা। তবে খবর বলছে সম্প্রতি ব্রেক-আপ হয়েছে এ নায়িকার। আর সেই কারণেই এত বিতৃষ্ণা জন্মেছে পুরুষের প্রতি। তাই তার এই পুরুষ-বিদ্বেষ।
up-arrow