সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অস্কারের নতুন সদস্য শর্মিলা ঠাকুর ও ফ্রিডা

শোবিজ ডেস্ক

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র শিল্পীদের মধ্যে হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো। পরিচালক দীপা মেহতা ও অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘অ্যামি’র ব্রিটিশ নির্মাতা আসিফ কাপাডিয়া আছেন তালিকায়।

শর্মিলা ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) চেয়ারপারসন ছিলেন। ২০০৫ সালে তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হন। ২০০৯ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পতৌদির বউমা।

এদিকে ফ্রিডা ‘স্লামডগ মিলিয়নিয়ার’র মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান। ছবিটি ২০০৯ সালে আটটি বিভাগে অস্কার জেতে। তিনি বেশ কয়েকটি মার্কিন ও ব্রিটিশ ছবিতে কাজ করেছেন। ২০০১ সালের সায়েন্স ফিকশন ‘রাইজ অব দ্য প্লানেট অব দ্য এপস’-এ দেখা গেছে তাকে।

এ দুই শিল্পী অস্কারের এই আমন্ত্রণে বেশ উচ্ছ্বসিত। তারা ঘটনাটিকে বেশ ইতিবাচক এবং নিজের অর্জন বলে মনে করছেন।

সর্বশেষ খবর