Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জুলাই, ২০১৬ ০০:২৫
মুগ্ধতায় অপু...
শোবিজ প্রতিবেদক
মুগ্ধতায় অপু...

প্রবাদ আছে ‘চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায়’। অপু বিশ্বাসের ক্ষেত্রে এই প্রবাদ খাটেনি। বেশ কমাস ধরে অন্তরালে তিনি। কেউ তার দেখা পাচ্ছে না। তার হঠাৎ আড়াল হওয়া নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। গালগল্প, লতাপাতা মেলছে। তারপরেও অপুর দেখা নেই। ঈদে মুক্তি পেয়েছে অপু অভিনীত ‘সম্রাট’ ছবিটি। সবার ধারণা ছিল চোখের আড়াল হওয়া অপু মনের আড়াল হয়ে গেছেন। তাকে সবাই ভুলে গেছে। তাই তার ছবি তেমন কেউ দেখবে না। সম্রাটের পাশাপাশি মুক্তি পেয়েছে তিশা, নুসরাত ফারিয়া ও কলকাতার শ্রাবন্তীর ছবি। এতে অপুর ছবির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় আরও বেড়ে গিয়েছিল। অনেকে বলছিল সবাই এখন নতুন মুখ দেখবে। বিশেষ করে শাকিবের সঙ্গে শ্রাবন্তী-তিশাকেই দর্শক দেখতে যাবে। শাকিব-অপু জুটি এখন একঘেয়ে হয়ে গেছেন। তাই অপুর ছবি এবার আর চলবে না। অথচ সব দোলাচল আর নিন্দুকের রটনা মিথ্যে করে দিয়ে অপুকে দেখতে সিনেমা হলে ছুটছে দর্শক। ‘সম্রাট’ দেখে সিনেমা হল থেকে বের হয়ে তারা বলছেন অপুকে দেখতেই তাদের আসা এবং অপু তাদের হতাশ করেননি। এই ছবিতে আরও আকর্ষণীয় আর মোহনীয় এক অপু বিশ্বাসকে খুঁজে পেয়েছেন তারা। আগের সব ছবির চেয়ে এই ছবিতে অপুর অভিনয় ছিল মন কাড়ার মতো। চরিত্রের সঙ্গে মানানসই চমৎকার এক অপুকে দেখতে পেয়েছেন দর্শক। বড় পর্দায় এমন চমক আর মন জয়ের পর বাস্তবে দৃশ্যমান অপুকে দেখতে এখন তীর্থের কাক হয়ে আছেন সবাই। সবার প্রত্যাশা হারিয়ে যাননি অপু। সব অভিমান ভুলে আবার নিয়মিত মন জয় করতে ফিরে আসবেন তাদের প্রিয় এই অভিনেত্রী।

এই পাতার আরো খবর
up-arrow