Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জুলাই, ২০১৬ ০০:২৫
‘খলনায়ক’ হয়েই ফিরছেন সঞ্জয়
শোবিজ ডেস্ক
‘খলনায়ক’ হয়েই ফিরছেন সঞ্জয়

জেল থেকে মুক্ত। তাই অভিনয়ে ফেরাটা সময়ের ব্যাপার ছিল। হ্যাঁ, অপেক্ষার অবসান হচ্ছে। সঞ্জয় দত্ত আবার অভিনয়ে ফিরছেন। আর তিনি ফিরছেন খলনায়ক হয়েই। দুই দশক পর ‘খলনায়ক রিটার্নস’ নামের একটি ছবিতে গ্যাংস্টার বাল্লু বলরাম চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ১৯৯৩ সালের অ্যাকশন-থ্রিলার ‘খলনায়ক’ ছবিতে বাল্লু বলরাম চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। তার সহশিল্পী ছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। সুভাষ ঘাই পরিচালিত ছবিটি ওই বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় নাম লেখায়।

এবার সুভাষ ঘাইয়ের মুক্তা আর্টস ও সঞ্জয় দত্ত প্রোডাকশন্স যৌথভাবে ‘খলনায়ক রিটার্নস’ প্রযোজনার জন্য হাত মিলিয়েছে। চলতি বছরের শেষে চিত্রায়ণ শুরু হবে। সুভাষ ঘাই জানান, এটি ‘খলনায়ক’র সিক্যুয়েল।

ছবিটি নিয়ে সঞ্জয় নিজেও খুব উত্তেজিত। তিনি বলেন, ‘আমি জেল খেটেছি। বাল্লু বলরামও জেল খেটে বের হওয়ার চরিত্র। ২০ বছর পর জেল থেকে ছাড়া পায় সে। চরিত্রটা করতে আমার ভালোই লাগবে। জেল জীবনের অভিজ্ঞতা পর্দায় ফুটিয়ে তুলতে পারব।’

‘খলনায়ক রিটার্নস’ পরিচালনা করবেন নবাগত একজন পরিচালক। বর্তমানে চলছে পাণ্ডুলিপি তৈরির কাজ।

এই পাতার আরো খবর
up-arrow