Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

প্রকাশ : সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১১ জুলাই, ২০১৬ ০০:২৭
ফোকাস
ফোকাস

মেয়েটি অতি সাধারণ। সারল্য তার চোখে-মুখে। হঠাৎ করেই সে প্রেমে পড়ে যায়। ছেলেটি শহর বদল করা একজন মানুষ। তাদের প্রেম হয়। এই প্রেমের মধ্যেও রয়েছে একেবারেই বর্তমান থেকে দূরের কোনো রূপ। সারল্য আর আবেগে এগিয়ে যায় সম্পর্ক। এমনই একটি সম্পর্কের গল্প ‘পবিত্র প্রেম’। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টায় এনটিভিতে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা। বিপরীতে আছেন ইমন। আরও অভিনয় করেছেন দিলারা জামান, আনন্দ খালেদ, সিয়াম নাসির প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ
up-arrow