মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আবারও হাসপাতালে লাকী আখন্দ

শোবিজ প্রতিবেদক

আবারও হাসপাতালে লাকী আখন্দ

আবারও হাসপাতালে ভর্তি হলেন লাকী আখন্দ। আট জুলাই তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তার মেয়ে মাম্মিন্তি বলেন, ‘হঠাৎ করে বাবার কোমর ও পিছের ব্যথা শুরু হয়। বাবার শারীরিক অবস্থা ভালো না দেখে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। এখন বাবার অবস্থা তেমন ভালো নয়।’ এর আগে টানা ছয় মাস চিকিৎসা শেষে দেশে ফিরেন লাকী আখন্দ। গত বছরের নভেম্বর থেকে ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বরে লাকী আখন্দকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানে দফায় দফায় তাকে কেমোথেরাপি দেওয়া হয়। কেমো শেষে গত ২৬ মার্চ ২০১৬ তিনি দেশে ফিরেছেন।

থাইল্যান্ডের পায়থাই হাসপাতালে প্রথম দফায় শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার পর লিভারে অস্ত্রোপচার করা হয়। এর পরপরই অক্টোবরের প্রথম দিকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। দেশেই চিকিৎসাধীন ছিলেন কিছুদিন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বছরের নভেম্বরে আবারও তাকে ব্যাংককে নেওয়া হয়। তার শরীরে ছয়টির মতো কেমো দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর