মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ

শোবিজ প্রতিবেদক

এশিয়া মহাদেশ বিশাল এবং বৈচিত্র্যময় মানব ইতিহাসের সমৃদ্ধ অঞ্চল। পৃথিবীর সবচেয়ে বেশি জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করে। ফলে পৃথিবীর মানুষের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সবচেয়ে প্রাণবান ক্ষেত্র এশিয়া। চলচ্চিত্রে এশিয়ার বিচরণ আদি এবং সমৃদ্ধ। মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এশিয়ার ১৯টি দেশের ৫৬ জন চলচ্চিত্রকারের ৬৫টি চলচ্চিত্র নিয়ে ১৭ সপ্তাহের ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ আয়োজন করা হয়েছে।

‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ মূলত এশিয়ান চলচ্চিত্রের ধরন, গতি-প্রকৃতি। প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে প্রদর্শিতব্য চলচ্চিত্র, চলচ্চিত্রকার ও তাদের দেশের চলচ্চিত্র-সংস্কৃতিবিষয়ক আলোচনা উপস্থাপন করা হবে।

এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ শুরু হবে ১৫ জুলাই ২০১৬, শুক্রবার, বিকাল ৩টায়। সেশন হবে শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। সপ্তাহে ৩টি চলচ্চিত্র প্রদর্শনী এবং সংশ্লিষ্ট চলচ্চিত্র আলোচনা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর