Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুলাই, ২০১৬ ০০:২০
লাইভের নতুন নির্মাণ
শোবিজ প্রতিবেদক

অ্যাপস উদ্ভাবনী প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজি প্রস্তুত করেছে নতুন অ্যাপস ‘ইসলামিক কথা’। এতে আজান, কিবলা নির্দেশক, আশপাশের মসজিদের অবস্থান পর্যবেক্ষণে জিপিএস গুগল ম্যাপ, নামাজের সময়সূচি, বিভিন্ন দোয়া, কলেমার অর্থ, নামাজ শিক্ষা, বিষয়ভিত্তিক হাদিস, আরবি ক্যালেন্ডার, আল্লাহর ৯৯ নামের অর্থ ও ইসলামের লাইফস্টাইলসহ প্রয়োজনীয় সবকিছু রয়েছে। অ্যাপসটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে ‘ইসলামিক কথা’ লিখে সার্চ করতে হবে।

একই সঙ্গে অ্যানড্রয়েড মোবাইল থেকে ভিজিট করা যাবে এইচটিটিপি:// কথা.মোবাই/অ্যাপস.পিএইচপি [ইংরেজিতে]।

এই পাতার আরো খবর
up-arrow