Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুলাই, ২০১৬ ০০:২১
এবার রণবীরের নায়িকা আলিয়া
শোবিজ ডেস্ক

অনেক দিন আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে আলিয়া ভাট বলেছিলেন, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করতে চান। এ কথা নিতান্তই মজা করে বলেছিলেন এই নায়িকা। আসলে রণবীরের সঙ্গে একই ছবিতে জুটি হওয়ার ইচ্ছা ছিল তার। আলিয়ার সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে। অয়ন মুখার্জির ‘ড্রাগন’ ছবিতে একসঙ্গে কাজ করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এখানে রণবীরকে দেখা যাবে একজন সুপারহিরোর ভূমিকায়। সম্প্রতি অয়ন, রণবীর ও আলিয়া এই ছবির বিষয়ে লন্ডনে একটি বৈঠক করেছেন। জানা গেছে, এই সিনেমার কয়েকটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য মার্শাল প্রশিক্ষকের কাছ থেকে মার্শাল আর্টও শিখবেন রণবীর।

এই পাতার আরো খবর
up-arrow