Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১২ জুলাই, ২০১৬ ২৩:৪৩
দীপিকার শেরওয়ানি পরবেন ডিজেল
শোবিজ ডেস্ক
দীপিকার শেরওয়ানি পরবেন ডিজেল

হলিউডে নিজের প্রথম ছবি ‘ট্রিপল এক্স-দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’র চিত্রায়ণ শেষ হওয়ার পর সহশিল্পী ও কর্মচারীদের উপহার দেওয়ার জন্য কেনাকাটা করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ কথা এত দিন জানাননি তিনি। ছবিটির নাম-ভূমিকায় অভিনয় করেছেন অ্যাকশন তারকা ভিন ডিজেল। তার ও অন্য পুরুষদের জন্য ভারতের ঐতিহ্যবাহী পোশাক আর অভিনেত্রী রুপি রোজসহ মেয়েদের জন্য শাড়ি ও পুঁটলির ব্যাগ কিনেছেন দীপিকা। তিনি বলেছেন, ‘আশা করছি, ছবিটির প্রচারণা শুরুর পর ভিন ডিজেলকে পাঠানি কুর্তা কিংবা শেরওয়ানিতে দেখবেন।’

হলিউডে কাজ করা প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমি মনে করি, সৃজনশীলতার কোনো সীমান্ত নেই। একজন অভিনয়শিল্পীকে তার মেধা বিচার করেই ছবিতে নেওয়া হয়। তিনি নারী নাকি পুরুষ কিংবা কোন ধর্মের তা মুখ্য নয়।’

এদিকে বলিউডে দীপিকার আগামী ছবি হতে যাচ্ছে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’। এতে তার বিপরীতে থাকছেন অভিনেতা রণবীর সিং। সেপ্টেম্বর থেকে শুরু হবে এর কাজ।

এই পাতার আরো খবর
up-arrow