Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১২ জুলাই, ২০১৬ ২৩:৪৩
ইরফান খানের ইচ্ছা
শোবিজ ডেস্ক
ইরফান খানের ইচ্ছা

বলিউড, হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা ইরফান খান। আগামীতে চলচ্চিত্রের জন্য গান গাওয়ার ইচ্ছা আছে তার। নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মাদারি’র প্রচারণা করতে সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘সারেগামাপা’য় অতিথি হিসেবে অংশ নিতে গিয়ে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ইরফান। এখানে প্রতিযোগীদের পরিবেশনা ভীষণ অনুপ্রাণিত করেছে তাকে। ৪৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘এখানকার (সারেগামাপা) শিল্পীরা দারুণ। তাদের মধ্যে প্রতিভার কমতি নেই। ওদের পরিবেশনা সামনাসামনি দেখে আমিও গাওয়ার উৎসাহ পাচ্ছি। সামনে অবশ্যই গাইব। ’ এমন প্রতিভাবান শিল্পীদের পরিবেশনা সামনে থেকে উপভোগের সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত ও ভাগ্যবান মনে করছেন ইরফান। তিনি আরও বলেন, ‘সবার পরিবেশনাই উপভোগ করেছি। বলতেই হচ্ছে তারা বিস্ময়কর প্রতিভাবান। তাদের প্রত্যেকেরই অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে। ’

up-arrow