Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:৪৮
মিম এবার বালিতে
শোবিজ প্রতিবেদক
মিম এবার বালিতে

ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম এবার বালি যাচ্ছেন। তবে বেড়াতে নয়, ছবির শুটিংয়ের প্রয়োজনে তার এই যাত্রা। অনন্য মামুনের নতুন ছবি ‘তোমার হতে চাই’-এর শুটিং হবে সেখানে। ভ্রমণপ্রিয়দের জন্য তীর্থস্থান ইন্দোনেশিয়ার বালি। ছবির গানের শুটিং করতেই আগামী ২৩ জুলাই সেখানে যাচ্ছেন মিম। যাচ্ছেন ছবির নায়ক বাপ্পিও। জানা গেছে, ছবির কাজ প্রায় শেষের দিকে। বাকি রয়েছে গানের শুটিং। বালিতেই তিনটি গানের দৃশ্যধারণ হবে।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ তারকা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারেক শিকদারের ‘দাগ’-এ। ছবিটির প্রথম পর্যায়ের কাজ শেষ। আর বড় পর্দার পাশাপাশি মিম ছোট পর্দায়ও কাজ করেছেন। এ শিল্পীকে এবার ঈদের টেলিফিল্মেও দেখা গেছে। এর নাম ‘সেই মেয়েটা’। মিমের বিপরীতে ছিলেন তাহসান। বিদ্যা সিনহা মিম খুব বেশি ছবিতে কাজ করেন না। কারণ মানসম্মত ছবি না পেলে কাজ করতে চান না তিনি। এর সুফলও ইতিমধ্যে পেয়েছেন। খালেদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ ছবিতে অভিনয় করে লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনয়ের শুরুটা প্রখ্যাত কলম জাদুকর হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে। এরপর বাণিজ্যিক ধারার ছবি জাকির হেসেন রাজুর ‘আমার প্রাণের প্রিয়া’তে কাজ করে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। মোহাম্মদ মুস্তাফা কামাল রাজের ‘তারকাঁটা’ ছবিতেও তার অভিনয় প্রশংসা কুড়ায়। সম্প্রতি অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে একজন প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে আবারও নিজের সুঅভিনয়ের স্বাক্ষর রাখলেন মিম। বর্তমানে ঢালিউডে নায়িকা সংকটে এই নায়িকাকে নিয়ে নির্মাতারা প্রচুর সম্ভাবনার স্বপ্ন দেখছেন।

এই পাতার আরো খবর
up-arrow