Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:৪৯
ফের দর্শকের ভিড় মণিহারে
নিজস্ব প্রতিবেদক, যশোর
ফের দর্শকের ভিড় মণিহারে

এক সময়ের দেশসেরা প্রেক্ষাগৃহ যশোরের মণিহার আবারও দর্শকে গমগম করছে। ঈদের ছবি দেখতে ভিড় জমাছে মানুষ। প্রায় এক যুগ আগে এই হলটিতে ছবি দেখতে অগ্রিম টিকিট কাটতে হতো। ব্ল্যাকেও টিকিট মিলত না। বাংলা চলচ্চিত্রের দুর্দিন শুরু হলে দর্শক খরায় ক্রমাগত লোকসানে মণিহারের অবয়ব ছোট হতে থাকে। এক যুগ আগের সেই স্মৃতি যেন ফিরে এসেছে এবারের ঈদে। ঈদে মণিহারে দেখানো হচ্ছে ‘বাদশা দ্য ডন’। মণিহার সিনেমা হলের কর্মকর্তা প্রদীপ দাস বলেন, এবার ঈদে মণিহার ভালো ব্যবসা করেছে। প্রতিদিন প্রচুর দর্শক আসছে। এখানে ছবি দেখতে আসা যশোর উপশহর ডিগ্রি কলেজের অনার্সের শিক্ষার্থী মাসুদ পারভেজ বলেন, অনেক দিন পর ঈদে মণিহারে সিনেমা দেখতে এসেছি। ৫০ টাকার টিকিট ব্ল্যাকে ৬০ টাকায় কিনতে হয়েছে। টাকা উসুল হয়েছে। সিনেমাটি ভালো লেগেছে। তিনি বলেন, এ রকম সিনেমা নির্মাণ হলে মানুষ আবারও হলমুখী হবে। যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থী সজীব জানান, কয়েকবার এসে ফেরত গেছেন। টিকিট পাননি। তার সঙ্গে থাকা বন্ধু তৌহিদুল ও মাহবুবও ফিরে আসতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, অনেক দিন পর বাংলাদেশের সিনেমা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে। ভিড় কমলে বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে আবারও মণিহারে যাবেন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow