শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আজ বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী

শোবিজ প্রতিবেদক

আজ ১৫ জুলাই দেশীয় চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পর পারে পাড়ি জমান। তার মৃত্যুবার্ষিকীতে দিনটি বিশেষভাবে উদ্যাপনের উদ্যোগ নিয়েছে তার পরিবার। তবে শিল্পী সমিতি এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে জানা যায়। বুলবুল আহমেদের ছোট মেয়ে ঐন্দ্রিলা জানান, পারিবারিকভাবে দিনটি শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্য দিয়ে পালন করা হবে। আর থাকবে মিলাদ মাহফিল এবং দুস্থ গরিব দুঃখীদের সহায়তা। তবে গত বছর প্রতিষ্ঠিত ‘বুলবুল আহমেদ ফাউন্ডেশন’র পক্ষ থেকে দুস্থ গরিবদের সহায়তা করা হবে। এরই মধ্যে এর অংশ হিসেবে অসুস্থ অভিনেতা আমীর আলীকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। ঐন্দ্রিলা বলেন, ‘বাবা জীবদ্দশায় গরিব দুঃখী অসহায় এতিমদের নীরবে নিভৃতে সাহায্য করতেন। আমরা সবাই তাকে অনুসরণ করার চেষ্টা করি। আমার আব্বুকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করেন এই দোয়া চাই।’ এদিকে ‘বুলবুল আহমেদ ফাউন্ডেশন’ থেকে আগামীতে আরও নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। গত শীতে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুলবুল আহমেদকে তার ভক্ত দর্শকের মাঝে বাঁচিয়ে রাখার উদ্যোগ রয়েছে।

সর্বশেষ খবর