Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুলাই, ২০১৬ ২৩:৪৮
আনুশকার আতঙ্ক
শোবিজ ডেস্ক
আনুশকার আতঙ্ক

‘সুলতান’ ছবিতে গ্রামীণ স্বপ্নবাজ কুস্তিগীর চরিত্রে বলিষ্ঠতা দেখাতে পেরে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী আনুশকা শর্মা।

ছবিতে সালমান ও আনুশকার কড়কড়ে রসায়ন দর্শক মন কেড়েছে। একের পর এক রেকর্ড গড়া ব্যবসাই এর প্রমাণ।

মজার বিষয় হলো, সল্লুুকে হাসিখুশি আর ঠাণ্ডা মেজাজের মনে হলেও দৃশ্যধারণ চলাকালে তাকে আতঙ্ক মনে করতেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

এতদিন শোনা গেছে, সহশিল্পীকে স্বাচ্ছন্দ্য এনে দিতে মোটেও কার্পণ্য করেন না সালমান। কিন্তু আনুশকার ঠিক বিপরীত অভিজ্ঞতা হলো।

এক সাক্ষাৎকারে তার দাবি, ৫০ বছর বয়সী এই তারকা তার জন্য ছিলেন আতঙ্কের আরেক নাম! কারও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নিজের প্রথার বাইরে যান না ‘বজরঙ্গি ভাইজান’।

আনুশকা আরও জানান, চিত্রায়ণের সময় সালমান নিজের ভিতরেই ডুবে থাকেন। তিনি লাজুক মানুষ। ফলে কোনো উপায়ে সহশিল্পী কিংবা নায়িকার সঙ্গে তার সেতুবন্ধন করা যায় না। কাজের ফাঁকে তারা আড্ডা দিতেন, ‘দাবাং’ খানের সঙ্গে তার সমীকরণটা এমন ছিল ভাবলে ভুল হবে।

আরও চমকপ্রদ তথ্য হলো, দৃশ্যায়নের সময় সালমানের সঙ্গে যে কোনো ব্যাপারেই খুব কম কথা বলতেন আনুশকা।

এই পাতার আরো খবর
up-arrow