Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৭ জুলাই, ২০১৬ ২৩:২৫
একই মঞ্চে সুনিধি-শাহানা-আয়ুষ্মান
শোবিজ প্রতিবেদক
একই মঞ্চে সুনিধি-শাহানা-আয়ুষ্মান
সুনিধি চৌহান, শাহানা কাজী ও আয়ুষ্মান খোরানা

ঈদের পরই কানাডার টরেন্টোতে হারশি সেন্টারে বড় ধরনের এক কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে একই মঞ্চে গান করে শ্রোতাপ্রিয়তা পান কানাডায় বসবাসকারী গায়িকা শাহানা কাজী। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার জনপ্রিয় গায়িকা। এই কনসার্ট নিয়ে শাহানা কাজী বলেন, তিনদিন আগের কথা। এটি সত্যিই একটি গৌরবের ও সম্মানের বিষয় যে, আমাকে দিয়ে এই কনসার্টের শুভ সূচনা করা হয়। হারশি সেন্টার টরেন্টোর একটি মর্যাদাপূর্ণ ভেন্যু এবং সেখানে বলিউডের এত বড় মাপের শিল্পীদের সঙ্গে গান গাওয়াটা ছিল আমার জন্য স্মরণীয় ঘটনা। কারণ আমার জানা মতে, এর আগে কোনো বাঙালি সংগীতশিল্পী টরেন্টোতে সে সুযোগ পাননি।

up-arrow