Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৭ জুলাই, ২০১৬ ২৩:২৫
বাস্তব জীবনের গল্পে তারিক-জাহিদ
শোবিজ প্রতিবেদক

বাস্তব জীবনে তারিক আনাম খান ও জাহিদ হাসান গুরু-শিষ্য। এটি নতুন করে বলার কিছু নেই।

তাদের বাস্তব জীবনের এই গল্প নিয়ে নির্মাণাধীন একটি নাটকে গুরু-শিষ্যের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও জাহিদ হাসান। নাম ‘একজন অভিনেতার অভিনয়’। তারিক আনাম খান বললেন, ‘দেড় বছর পর আবার আমি আর জাহিদ একসঙ্গে অভিনয় করছি। এ নাটকের গল্প অনেকটাই আমাদের নাট্যজীবনের সঙ্গে মিলে গেছে। বাস্তবেও জাহিদ আমার শিষ্য এবং এই নাটকেও সে  আমার শিষ্য। ’

নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। তিনি জানান, গল্পে দেখানো হবে জগলুল (তারিক আনাম খান) একসময় হাসানের (জাহিদ হাসান) গুরু ছিলেন। একসঙ্গে তারা মঞ্চে অভিনয় করতেন। কালের পরিক্রমায় তাদের সম্পর্ক হারিয়ে যায়।

এই পাতার আরো খবর
up-arrow