বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তাহারা চারজনে

শোবিজ প্রতিবেদক

তাহারা চারজনে

কবিতা-প্রেমিক সংস্কৃতিকর্মী মকবুল হোসেন পাইক আবারও তার পুরনো ভালোবাসার কাছে আশ্রয় নিলেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার কবিতার অ্যালবাম। ‘তাহারা চারজনে’ শিরোনামের কবিতা অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। ইতিপূর্বে সাউন্ডটেক থেকে পাইকের তিনটি কবিতা অ্যালবাম ‘রূপসা পাড়ের ছেলে’, ‘মেঘনা পাড়ের মেয়ে’ এবং ‘হৃদয়ে একাত্তর’ বেরিয়েছে। পাইকের ভাষায়— যখন চারদিকের বাতিগুলো নিভে আসে, জীবন চলার পথে কেবলই রাত হয়ে যায় তখন কবিতা মানুষকে পরম মমতায় বাঁচিয়ে রাখে।

সময়ের প্রতিনিধিত্বশীলতাকে বিবেচনায় নিয়ে ‘তাহারা চারজনে’ পাইক ধারণ করেছেন ভিন্ন ভিন্ন সময়কে। মোট ১৪টি কবিতা পাইক আবৃত্তি করেছেন ‘তাহারা চারজনে’ অ্যালবামে।

পাইক জানান, এ পর্যন্ত যতটুকু সৃষ্টিশীল কাজ করেছি তার মাঝে এ কাজটি করে মনে মনে ভীষণ আনন্দ পেয়েছি। তাই তো চলমান ভাবনায় এখনো সৃষ্টি স্বপ্ন সারথী হয়ে ভালোলাগা রেশ বয়ে গেছে। পাইকের দৃঢ়বিশ্বাস, দুরন্ত গতিময় জীবনে ‘তাহারা চারজনে’ কবিতা অ্যালবাম শ্রোতাদের মনে এক পসলা সুখের আবেশ ছুঁয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর