Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২২ জুলাই, ২০১৬ ২২:২৭
এবার নির্ঝর-অপির বিয়ে
শোবিজ প্রতিবেদক
এবার নির্ঝর-অপির বিয়ে

নির্মাতা এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম— দুজনেই স্থপতি। এবার তারা বিয়ে করলেন। দুজনেরই এটি তৃতীয় বিয়ে।

জানা গেছে, ঈদের দিন (৭ জুলাই) বিয়ের আনুষ্ঠানিকতা হয় খুব গোপনে। যেখানে উপস্থিত ছিলেন নির্ঝরের বোন-দুলাভাইসহ কাছের আরও দু-একজন। বিয়ের বিষয়টি নির্ঝরের কাছের বেশ কয়েকজন নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গেল ৭ জুলাই দুপুরে নির্ঝর-অপি তাত্ক্ষণিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। সেদিনই এশার নামাজের পর ধানমন্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজির উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে এমন সুখবরের বিষয়ে তাদের দুজনের একজনেরও মন্তব্য পাওয়া যায়নি। কারণ, দুজনেই ২১ জুলাই বৃহস্পতিবার সকালে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মুঠোফোন বন্ধ, ফেসবুক-ভাইবারে যোগাযোগ করেও তাদের কোনও সাড়া পাওয়া যায়নি।

জানা যায়, পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নয়, নির্ঝর-অপির সম্পর্ক গড়ে ওঠে স্থাপত্য শিল্পকে কেন্দ্র করে। গত সাত মাসে সেই সম্পর্ক পরিণয়ে গড়ায়।

সূত্র বলছে, বিয়ের পরপরই অপি করিম স্বামী নির্ঝরের বাসায় সংসার গুছিয়েছেন। আপাতত পরিকল্পনা নেই কোনো আনুষ্ঠানিকতারও।

এই পাতার আরো খবর
up-arrow