Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ জুলাই, ২০১৬ ২২:৫১
মমতাজের গানে নাচলেন রাখি
শোবিজ প্রতিবেদক
মমতাজের গানে নাচলেন রাখি
‘আমি তোমার হতে চাই’ ছবির আইটেম গানে রাখি সাওয়ান্ত

ফোক গানের সম্রাজ্ঞী মমতাজের গাওয়া একটি গানের সঙ্গে নাচলেন বলিউডের আবেদনময়ী অভিনয়শিল্পী রাখি সাওয়ান্ত। মাসখানেক আগেই খবর বেরিয়েছিল, মমতাজের গানের সঙ্গে চলচ্চিত্রের আইটেম গানে নাচবেন বলিউডের আলোচিত-সমালোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। ছবির শিরোনাম ‘আমি তোমার হতে চাই’। এই ছবির জন্য সেই গানে অবশেষে নাচলেন এই বলিউড-কন্যা।

গানটির দৃশ্যধারণে শনিবার অংশ নিলেন রাখি। মনকাড়া সেট আর আলো ঝলমলে পরিবেশে রাখি নাচলেন। মন কাড়লেন উপস্থিত সবার। ছবি সংশ্লিষ্টদের প্রত্যাশা, এভাবে গানটি পর্দায়ও আলোড়ন তুলবে। নেপালের কাঠমান্ডুর কারমা ক্লাবে গানটির দৃশ্যধারণের কাজ চলছে। মাহমুদ জুয়েলের কথায়,

‘ডিজিটাল প্রেম’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।

কাঠমান্ডু থেকে মুঠোফোনে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ‘শুরুতে আমরা ভেবেছিলাম ঢাকায় ছবিটির আইটেম গানটির শুটিং করব। কিন্তু কিছু কারণে শুটিং স্থান পরিবর্তন করতে হয়েছে। আমাদের এমনিতে গানের দৃশ্যধারণে নেপাল যাওয়ার পরিকল্পনা করতে হয়। তখন রাখির শুটিংও সেখানে শিফট করি। টানা দুই দিন শুটিং করে পুরো গানটির কাজ শেষ করব।’ ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রধান নায়ক-নায়িকা হলেন বাপ্পি ও মিম।

এই পাতার আরো খবর
up-arrow